পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8లి: নবীনচন্দ্রের গ্রন্থাবলী । জ্ঞানের আলোক নাই ; শিল্পের সৌন্দৰ্য নাই ; নাহি বাণিজ্যের সুখ ; ধৰ্ম্মের সান্থনা ; পৃথিবীর দেহ বন, মানবের দেহ জড়,— অহল্য পাষাণ নহে কবির কল্পনা ! ভারত ভূতলে স্বর্গ, দেবতা ভারতবাসী তুলনায়, পৃথিবীর ভারত-হৃদয়, মানবের মহাশির, জ্ঞানের আলয় । যেই শক্তি এ হৃদয়ে, যেই ধৰ্ম্ম এই শিরে, হইল স্থাপিত, মুখে করিয়া গ্রহণ সে শক্তি-বৈজয়ন্তী, সেই পুণ্য ধৰ্ম্মলে'ক যাও দেশ দেশাস্তরে, পতিতপাবন ! সৌরাষ্ট্রের উপকূলে সজ্জিত অর্ণবধান আছে বহু দাড়াই ; তব প্রতীক্ষায় ; যাদবের পুণ্যভাগ, আছে সসজ্জিত তীরে, কয় দেব ! মহাযাত্রা, উদ্ধার ধরায় ! এ ভারতে আমাদের এই যুগ-কার্য্যে শেষ ; সপ্ত দিব। নিশি পরে হবে অন্তৰ্হিত দ্বারবণ সমুদ্র-গর্ভে জল-বিম্ব মত। . কর দেব ! মহাযাত্ৰা ! পাষাণী অহল্য মত, তব পদ পরশনে লভিবে উদ্ধার পৃথিবী, মান জাতি ; মরু হবে জনপদ ; হবে বন মহারাজ্য সম অমরার । পশু সম নর নারী হবে দেবী দেবোপুম, যাবে শোক, পাবে পুত্র কল্প সংখ্যাতীত ; জগতের ইতিহাগে, পুষ্প পাত্রে জগতের,; হবে-হরিকুল, হরিকুলেশ পূজিত ।