পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাসুকি । প্রভাস। २8** পড়িলাম ধরাতলে হুইয়া মূৰ্ছিত। উচ্ছ্বসিত নাগপতি ভ্ৰমিতে লাগিলা ধীরে অন্তমনে অধোমুখে মূৰ্বতি গম্ভীর। চাহি সিন্ধু পানে কারু দুই নেত্র স্থির । মূৰ্ছ অন্তে হায়! আর সেই মূৰ্ত্তি মহিমার নাহি দেখিলাম, হায়! দেখিব কি আর ? দেখিবে কি পুণ্যালোক পাপ অন্ধকার ? দেখিব কি —দেখিতেছি। দেখিতেছি নিরস্তর এই ঘোর অন্ধকারে স্নিগ্ধ নীলোজ্বল সেই রূপ মনোহর, চন্দ্রদীপ্ত নীলাম্বর, সেই প্রেমময় রূপ পবিত্র শীতল । ভীত বীর ধনঞ্জয় শুনিয়াছি এই রূপে দেখেছিল মহাবিশ্ব ; করুণা-নিলয় আমি দেখিতেছি রূপ আজি বিশ্বময় ! ওই দেখ সেই রূপ । চল কারু ! চল যাই, পড়ি গিয়া দুই জন চরণে র্তাহার ! ৰাইছে বাহুকি দুট, কহিল ধরিয়া কারু স্থিরকণ্ঠে--দাদা ! ভ্রাস্তি কর পরিহার } আমাদের আজীবন-আশা আজি পরিপূর্ণ ! ধেই আশা-বৃক্ষ-মূলে সেচিলাম জল । श्रांखौरन, झजिप्लांटझ श्रांछि उांद्र रुज । কুরুক্ষেত্রে কুরুকুল, যছকুল প্রভাসেতে, করিয়াছে আত্মহতা। হুইল উদ্ধার এত দিনে নাগরাজা, সাম্রাজ্য তোমার । পূর্ণ জীবনের ব্রত। পরিপূর্ণ মনোরথ । চল যাই নাগপুরে, বসাৰ তোমায়