পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8 Sbo নবীনচন্দ্রের গ্রন্থাবলী । দেব-নেত্রে প্ৰেম-অত্র বহিতে নীরবে। চাহিলাম পা দুখানি আবার লইতে বুকে, পাপী আমি চলিল না চরণ আমার। শক্ৰ মম দুরাচার সেই জরৎকারু ঋষি, করিয়াছে কলুষিত পাপ পারাবার আমাদের এ জীবন –কি ভীষণ গত নিশি ! অন্ধকার, অগ্নি বৃষ্টি, ঘন ভূকম্পন । কি ভীষণ আত্মহত্যা ! নর-হত্য নির্মম গুপ্ত শরে মহাপাপ—সে ত নন্থে রণ। পাপিষ্ঠের কি কৌশল। ভূগর্ভস্থ অগ্নি-শিখ, মূখ আমি, ভেবেছিন্থ তার যোগানল । বুঝি সেই রুদ্র ঝল, ছল নাম জরৎকারু, সন্ধি, পরিণয়, হায় । সকলই ছল । কারু। সকলই ছল দাদা ! ধৰ্মস তাহার নাম । “দুৰ্ব্বাস ! ছলন সে রুদ্র মূৰ্ত্তি ৷ হইয়া শিক্ষিত শুনিয়াছ শিষ্য এক সাজি সেই রুদ্র বেশে, অন্তরালে ইরাচার ছিল লুক্কায়িত ! খুলি নাই এত দিন এই প্রবঞ্চন আমি, খুলিলে এ ধড়যন্ত্র রহিত না আর, হইত না অনার্যের সাম্রাজ্য উদ্ধার। দুৰ্ব্বাসা ঋষি ’-বাসুকি গৰ্জ্জিল ক্রোধে “অভিশাপ-ব্যবসায়ী সেই দুরাচার । ঋধিকুলে ধূমকেতু । ছলিল বনের পণ্ড এইরূপে –প্রতিশোধ লইব তাহার। নারায়ণ –প্ৰায়শ্চিত্ত চরণে তোমার ” ক্ষুদ্ধ শার্টুলের মত ছুটিল বাস্থাকি ক্ৰোধে,