পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । .8లిన মুহূৰ্ত্তেকে লুকাইল দিবা-অন্ধকারে । রাখিয়া শিলায় বুক, রাখিয়া শিলায় মুখ, ভাসিতে লাগিল কারু নয়ন-আসারে । নবম সর্গ । বীণা পূর্ণতান। এইরূপে কিছুক্ষণ,—কে বলিবে কতক্ষণ ? এক ক্ষণে কত শোক কাকর হৃদয়ে । এক ক্ষণে কত অশ্র নয়নে বয় ! রাখিয়া পাযাণে বুক, রাখিয়া পাষাণে মুখ, কারু ত পাষাণে প্রাণ করেছে অর্পণ। গলিল না এ পাষাণ, কারুর নয়ন-জলে, গলিল না সে পাষাণ একটী জীবন। উঠি কিছুক্ষণ পরে, চাহি ধূমাবৃত ধরা, কহিতে লাগিল কারু—“হয় । মা তোমার বিদীর্ণ হইয়া বুক গত নিশি যেই রূপে ছুটিল গৈরিক ধূম্ৰ ভস্ম অনিবার, অনিবার সেই রূপে, নহে এক নিশি, মাত । একটী রমণী জন্ম, বিদীর্ণ হৃদয় । প্রেমের গৈরিক ধারা, অভিমান ধূম্ররাশি, ঢালিয়াছে নিরাশার ভষ্ম অগ্নিময়।