পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§§ so নবীনচন্দ্রের গ্রন্থাবলী । নরক, নিস্পন, ঘোর, স্তব্ধ বিশ্ব চরাচর ; কেবল অনন্ত সিন্ধু মহাস্তুতি গীত গাইতেছে মহাকষ্ঠে গাম্ভীৰ্য্য-পূরিত। এক পল অপলক নেত্রে নিরথিল কাক মহংযোগী মহাদেব ! মুহূৰ্ত্তেক পর হইল সে মূৰ্ত্তি, দৃষ্ঠ, কিবা রূপান্তর। নিয়খিল নাগপুর, নাগপুরে সরোবর, চাক সরোবর-তটে কিশের মুন্দর } সজ্জিত মৃ% বেশে-সজ্জিত ধেমতি কারুমদনমোহনরূপ প্রাণমুগ্ধকব । কি সৌন্দৰ্য্য ! কি মঙ্গিম । কিৰা বীৰ্য্য কি গরিমা ! ত্রিভঙ্গ ভঙ্গিম দেহ, নবীন নিথর। নীন নীরদ অঙ্গে প্রতিভা বিহ্বাত রঙ্গে খেলিতেছে, কি তরঙ্গ-লীলা করুণার ! লিশের কারুর প্রাণে কি নবীন মুখ-স্বপ্ন জাগিল, করিল কিবা অমৃত সঞ্চার ! বাপীতটে উপবনে, নদীবক্ষে, গৃহকক্ষে, কাননের অঙ্কে অঙ্কে, হ’ল অভিনীত সেষ্ট-স্বপ্ন-নাটকের কত অঙ্ক মনোহর, অঙ্কে অঙ্কে কি গর্ভাঙ্ক অমৃত পূরিত ! শেষ অঙ্ক—প্ৰত্যাখ্যান ! সেই ঘোর অপমান সেই প্রতিজ্ঞা! মরুময় একটী জীবন ! মুহূর্বেক দাড়াইয়া সমস্ত জীবন কারু দেখিল, যাপিল কারু হয়! সেইক্ষণ । প্রত্যাখ্যান –সে প্রতিজ্ঞ ।-গৰ্জ্জিয়া উঠিল জ্বলি নির্বাপিতপ্রায় সেই নারী গুক্তিমান ।