পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । 88లి ছুটিল কারুর শর,—হায় । উন্মাদিনী কারু — শোকেতে উন্মাদ কবি, করুণানিদান ! ক্ষমিও তাহারে, প্রেমময় ভগবান ! যেই পদ কোকনদ, পূজে ভক্ত প্রেমময় সুকোমল ভক্তি-পুষ্পে, প্রেম-অশ্রু জলে, ভক্তদের মরমের সেই মৰ্ম্ম স্থলে, কেমনে পাষাণ প্রাণে-না, না, পারিব না নাথ । দেখ বুক ভাসিতেছে শোক-অশ্র-নীরে – পড়িয়ছে সেই শর তোমার ভক্তের বুকে, পড়িবে ভক্তের বুকে যুগযুগান্তর, নিধিবে না এই ব্যথা, যুগ যুগান্তরে । যুগে যুগে প্রাণনাথ। কবির হৃদয় মত বিদীর্ণ হইয়া শরে ভক্তের হৃদয়, এরূপে ধারায় শত, বহিৰে হৃদয়-রক্ত, . ঋরিবে ধারায় শত অশ্রী শোকময় । এরূপে আমার মত উচ্ছ্বাসে লইয়া বুকে প্রেমময় শিশু পুত্র, পত্নী প্রেমময়ী, কাদিয়াছে কত কবি, কাদিৰে কতই আর যুগে যুগে -এ গভীর শোক কাগজয়ী । কাদিবেক যুগে যুগে কত নর কত নারী, কবির নয়নজলে অশ্রু মিশাইয়া, মম পত্নী পুত্র মত আকুল হইয়া । নিতি নিতি প্রাণনাথ ! ভকতের অভিমান, যুগে যুগে মানবের নিষ্ঠুরতা আর, . করিবে কি এইরূপে ক্ষত দেহ স্বকোমল, জড় ব্যাধে ক্ষত মৃগশিশু স্থঙ্কুমার ?