পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3888 নবীনচন্দ্রের গ্রন্থাবলী । যুগে যুগে এইরূপে না হইলে রক্তপাত, হয় । নাথ ! মানবের রক্ত কলুষিত হবে না কি পবিত্ৰিত ? গলিবে না পাপ শিলা ? হুইবে না অধৰ্ম্মের অগ্নি নিৰ্বাপিত ? হইবে না ধৰ্ম্মের কি সাম্রাজ্য স্থাপিত ? নারায়ণ মেলি নেত্ৰ—“কারু ”—ম্প্রসন্নমুখে ডাকিলেন, সেই স্বর করুণ, শীতল । পশিল কারুর প্রাণে, সে করুণা, সেই মুধা, নিবিল সে অভিমান, সেই দাবানল। *পাইয়াছ বহু দুঃখ, এস বক্ষে প্রেমময়ি ! উভয়ের লীলা শেষ, চল শাস্তধাম !" কহিলেন প্রেমপূর্ণ কণ্ঠ ভগবান । *প্রাণনাথ !”—উন্মদিনী পড়িল কঁদিয়া বক্ষে, জগতের মুশীতল সেই শাস্তিধাম । পরিতৃপ্ত প্রেম, কারু পূর্ণ মনস্কাম। প্রেমে পরিপূর্ণ ধর, গগন প্রেমেতে ভর, প্রেমামৃতে ভাসিতেছে বিশ্বচরাচর ; অনন্ত আলোকরশি, অনন্ত সঙ্গীতে ভাসি, উঠতেছে,-কি সৌরভ ! কি স্বৰ্গ স্বম্বর ! সেই স্বৰ্গ মুগ্ধ প্রাণে, চাহিয়া চাহিয়া কারু, করিতে করিতে সেই প্রেমামৃত পান, মুদিল নয়ন ধীরে-বীণা পূর্ণঠান ! “কার । কারু ! কি করিলি ”—ক্টাদি উচ্চে নাগরাঞ্জ দর হতে নিরধিয়া আসিলা দুটা । “কাঙ্ক । কারু ! কি করিনি। হায়! কি কৰিলে হবি।" পড়িলা চরণ ভুলে স্বাৰ্ছত হইল।