পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪৪৬ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কাতরে শিশুর মত কহিলা কাদিয়া । কণ্ঠ জড়াইয়া কারু, অংসোপরে রাখি মুখ, কৌস্তুভের মালা যেন বক্ষে মুশোভিত ; বাম করে ধরি তারে, রাথিয়া দক্ষিণ কর নগরাজ শিরে, প্রেম-অশ্র-বিগলিত প্রশাস্তু প্রসন্ন মুখে কহিলেন নারায়ণ“নাগরাজ ! বৃথা শোক কব পরিহার ! যে জন যে ভাবে চায়, সে ভাবে আমাকে পায়, স্ব ভাবে মানব করে মর্ম অনুসার । ভ্রাতা ভগ্নী তই জন, চাহিয়াছ শত্রুভাবে, প'ইয়াছ শত্রু ভাবে আজি দুইজন ; আমাদের লীলা শেষ, পূর্ণ এই যুগ-ব্রত,— ধরাতলে ধৰ্ম্মবাজা হয়েছে স্থাপন " | “হায় ! হরি ; দুইজন”-বাম্বকি কহিলা থেজে"কেন হইলাম শক্র, চরণ কণ্ট ক ? করিলাম এ জীবন ভীষণ নরক ? মানব যে পাদপদ্ম পূজিয়াছে, পূজিতেছে, পূজিবে অনন্তকাল, পুষ্পে স্বকোমল ; মানব যে হরিনাম, আননো করিয়া গান, করিয়াছে করিতেছে, প্রাণ শীতল ; আমরা সে পাদপদ্ম পূজি নাদি একদিন, গাই নাই একদিন সেই হরিনাম, আমরা সে পদাৰুজে করিলাম হায় ! নাথ !— এই দেখ বামুকির ফাটিতেছে প্ৰাণ ! আমরা তোমাকে শক্র কেন ভাবিলাম ?” “ইহাও আমার লীগ "—কহিলা যোগস্থ হরি ;