পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o: প্রভাস । , *88涂” দেখিতে ধরিতে মূৰ্ত্তি নাহি পারে নর-নেত্র, নাহি পারে সেই কথা করিতে ধারণ ! সে মূৰ্ত্তি অনন্ত, ভাষা অনস্ত-নিস্বন ! বাস্বকি বিস্ময়ে কহে করষোড়ে—“জগন্নাথ! অনন্ত শকতি তব ! তবে কেন হয় । ভ্রাতা ভগ্নী দুইজনে এ লীল-শিখায় পোড়াইলে অকরুণ ? দাস অনুদাস করি রাখিলে না কেন নাথ ! চরণ-ছায়ায় ?” “নর-জন্ম, নরদেহ”—উভরিলা নারায়ণ– “যুগে যুগে এই রূপে করিয়া গ্রহণ, কত কুরুক্ষেত্র, কতই প্রভাস সহি, সহি আমি কত নর-দুঃখ নিরমম ! কে আমার স্বর্থী বল – মাতা, পিতা, পত্নী, পুত্ৰ ? মুখী কি যশোদা, নন্দ, ব্রজাঙ্গনাগণ ? আমার বাস্থকি, গরু, কেমনে হইবে মুখী । কে আছে এমন মম ভক্ত প্রিয়তম ? মানব অধৰ্ম্ম ফলে জলে যেই দুঃখানলে, জলি সেই দুঃখানলে সহ নিজ গণ, না করিলে ধৰ্ম্ম রাজ্য ভূতলে স্থাপন ; আদর্শ, দর্পণ মত, না ধরিলে নর-চক্ষে, দেখিতে বুঝিত্তে নাহি পারে নারায়ণ ক্ষুদ্র নর , নাহি হয় উদ্ধার সাধন ! এইরূপে যুগে যুগে সহিত স্বগণ মম —কেহ শুক্র, কেহ মিত্র,-লভিয়া জনম | সাধুদের পরিত্রাণ, বিনাশ হস্তৃতদের, সাধি আমি, করি ধৰ্ম্ম-সাম্রাজ্য স্থাপন।