পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, S8&e নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । ত্রেতার রাবণ, আর দ্বাপরের দুৰ্য্যোধন, দুৰ্ব্বাস, বামুকি,-অঙ্গ একই লীলার ; ত্রেতার সে শূর্পণখা, দ্বাপরের জরৎকারু, I রূপে মুগ্ধা ভকতির প্রতিমা আমার ! এস সৰ্থে ! এস বুকে । বড়ই কাতর প্রাণ তব প্রেম-পিপাসায়, গাও হরিনাম । এস বুকে ! আমাদের লীলা অবসান ।” নারয়ণ দুই নেত্রে বহিতেছে প্রেমধারা, ঝরিছে কারুর বক্ষে ধারা অবিরাম, দেখিলা বাকি,-প্ৰেমপূর্ণ ভগবান! *কারু ”—উচ্ছ্বসিত কণ্ঠে ডাকিলা বাস্থকি উচ্চে, ডাকিল জলধি “কারু” কণ্ঠে উচ্চতর, ডাকিল গগন কারু” কণ্ঠে"ঘোরতর। ডাকিল সে ঘোর দিবা, সে প্রকৃতি ঘোরতর ডাকিল, ডাকিল উচ্চে বিশ্ব চরাচর,— শুনিল ন কারু, কারু দিল না উত্তর । সেই প্রেমময় বক্ষে, সেই প্রেমময় মুখ চাহি প্রেমানন্দ কারু নেত্রে দরদর বুহিয়াছে,- কারু কই দিল না উত্তর ! নিরগিল নাগরাজ,- হইয়াছে প্রেমানন্দে প্রেমসিন্ধু বক্ষে প্রেম-বিশ্ব সম্মিলিত – পড়িলা চরণতলে হইয়া মূৰ্ছিত