পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

g&t উঠেনি হৃদয়-উৎসে, বহেনি নয়নে হয়েছে হৃদয় শুষ্ক, শুষ্ক ছনয়ন। হইয়াছে মরুভূমি হৃদয়, নয়ন, পরিপূর্ণ হাহাকারে, নিবিড় তিমিরে ! সেই ঘোর অন্ধকারে, ঘোর কৃষ্ণপটে জীবনের,—হইয়াছে বিলুপ্ত তিমিরে দৃষ্ঠাবী জীবনের-ভাগিছে কেবল সেই দুই মহাশোক । তাহাতেও আজি উঠিছে না হৃদয়েতে একটি উচ্ছ্বাস, বহিছে না এক বিন্দু অশ্রু নয়নে । সেই শোক-পৃষ্ঠ আজি নিম্প্রভ মলিন কি অজ্ঞাত মহাশোকে ! মুভদ্ৰে ! সুভদ্রে ! হউক যাদব ধ্বংস, ধ্বংস চরাচর, নাহি দুঃখ । নারায়ণ-প্ৰাণসখী মম— আছেন কুশলে বল ? বল একবার পারিব সে পদাৰুজ ধরিতে হৃদয়ে, জুড়াইতে হৃদয়ের এই হাহাকার ?* “এ কি ভ্রান্তি প্রাণনাথ ”—উত্তরিলা দেবী শাস্তু স্থিরকণ্ঠে—“যিনি মঙ্গল-নিদান জগতের, যিনি সর্বমঙ্গলমঙ্গল, সম্ভলে কি অমঙ্গল তাহার কখন ? মঙ্গল ও অমঙ্গল, স্বখ দুঃখ থাক । জন্ম মৃত্যু, শোক শাস্তি, লীলা মাত্র তার ;– অনন্ত মঙ্গলপূর্ণ নিয়তি র্তাহার। না থাকিলে অমঙ্গল, মঙ্গল কখন दृषिड डिक्ज नद्र ? বুঝিত কি স্বৰ্গ,