পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । እ8¢ፄ না থাকিত দুঃখ যদি ? মৃত্যু না থাকিলে, পরিত বহিতে কি এ জীবনের ভার ? আবির্ভাব তিরোভাব স্বয়ং তঁহর । না থাকিলে, ভক্তি স্রোত বহিত উজান, ধৰ্ম্মের উন্নতি-চক্র হইত অচল ? হইত অচল জীব-চক্র উন্নতির দুঃখ, মৃত্যু, অমঙ্গল না থাকিত যদি। কর শোক পরিহার ! নিযুতি র্তাহার সুমঙ্গল বিশ্বব্যাপী পলিবেন তিনি, সুদৰ্শন নীতি-চক্রে পালিবে জগত, পালিব আমরা ক্ষুদ্র চক্রে আপনার সেই মহাচক্র-গর্ভে ৷ ততোধিক অর ক্ষুদ্র নর আমাদের নাহি অধিকার । যত দিন ভক্তি প্রেম থাকিবে হৃদয়ে, র্তাহার চরণান্মুজ প্রেম সরোবরে ভাসিবে সতত। প্রেমে চির অধিষ্ঠান প্রেম বলবিনে প্রেমময় ভগবান ।” একটি শীতল ধারা হৃদয় মরুতে বহিল পার্থের ধীরে ; এক ক্ষীণলোক উঠিল জগিয়া দুরে ঘোর অন্ধকারে । সেই মহামরুভূমে। সেই ক্ষীণালোকে দেখিলেন ধনঞ্জয় ভাবি আবৰ্ত্তন নিয়তি চক্রের ক্ষুদ্র অস্কট রেখায় । , চলিলা নীরবে ধীরে। উঠিল ভাসি, নিশাস্তে নীরবে ধীরে অস্কট আলোক ভস্মাচ্ছন্ন শশাঙ্কের। উঠিল ভালিয়,