পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

,” প্রভাল। »ss> o . পড়ি যন্ত্রী যন্ত্র করে, নৰ্ত্তী অৰ্দ্ধেক নাচে ; বক্ষে মৃত্তা প্রণয়িনী প্রণয়ী পড়িয়া আছে। কেহ গদাহত, কেহ অস্ত্রাহত নিদারুণ, কেহ বা প্রস্তরে,-অস্ত্রে প্রকৃতির অকরুণ । ভ্ৰাতায় ভ্রাতায় যুঝি, কোথা ভ্রাতুপুত্র সহ আছে পড়ি দুই জন ; কোথা দৃপ্ত শোকাবহ,— দুই দ্বন্দ্বী মধ্যে আসি পত্নী, পুত্রী, ভগ্নী বলে নিবাধিতে দ্বন্দ্বযুদ্ধ, পড়িয়াছে মধ্যস্থলে। দুই দিকে দুই কর বহিষ্কাছে প্রসারিত ; কি করুণ, কাতরতা রয়েছে মুখে অঙ্কিত । 'নিমিষে নিরখি দৃশু-উৰ্দ্ধমুখে অশ্রুজলে, করযোড়ে ধনঞ্জয় বসিলেন ধরাতলে জামু পাতি। ভদ্রা দেবী,-হৃদয়ে শক্তির ধাম,— ীিড়াইলা করবেড়ে, অধরেতে কৃষ্ণনাম অস্কট ঈষৎ ধীরে কঁাপিতেছে এম্ভাধর, উৰ্দ্ধমুখ শাস্তিময়, স্থিরনেত্র ইলীবর। রছিলেন দুই জন মূছিত যোগস্থিত মহাশোকে, স্থির দেহ, নয়ন অবিচলিত । মহাশোকে অর্জুনের করুণার পরিবার উদ্বেলিত, অশ্রধারা বহিতেছে অনিবার। " হুভদ্রার মহাশোক শাস্তির সাগরে ধীরে হইল বিলীন, নেত্ৰ ছল ছল প্রেম-নীরে । কিছুক্ষণ পরে উঠি কহিলেন ধনঞ্জয়“এ কি লীলা ছবি। তুমি প্রেমময় দাম । দেখিয়াছি কুরুক্ষেত্র, সেই শোক-পারাবার ; ক্ষুন্ত্র সরোবর, এর নহে যোগ্য তুলনার । ।