পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস। 8૧૯ কোথা কৃষ্ণ ? কম, তুমি পেয়েছ কি দেখা উরি ? কোথায় আছেন তিনি পাইব কি হয় । আর হয়ে সে পদাজ ! দেখিব নয়ন ভরি নর-নারায়ণ রূপ, কহ দাসে দয়া করি । - “কোথা কৃষ্ণ ” নাগরাজ উঠি পুনঃ আত্মহুরি পার্থে আলিঙ্গিয়া কহে বিস্ফারি নয়নতারা— “কোথা কৃষ্ণ ” উচ্চ হাসি বাসুকি উঠিল হালি, সে হাসিতে কি আনন্দ, কিবা প্রেমন্ত্রধারাশি ! “কোথা কৃষ্ণ –দেখিছন কৃষ্ণ কোথ, ধনঞ্জয় ! বীরেন্দ্র চাহিয়া দেখ চরাচর কৃষ্ণময় ! • কৃষ্ণ চন্দ্রে, কৃঞ্চ স্বর্ঘ্যে, কৃষ্ণ গ্রহে উপগ্রহে । অনন্তু আকাশে কৃষ্ণ, কৃষ্ণ সমীরণে বহে । মেঘে কৃষ্ণ, বঙ্গে কৃষ্ণ, কৃষ্ণ দীপ্ত চপলায় ; কৃষ্ণ ভৗম ভূস্পনে, কৃষ্ণ ঘোর বটকায় । । কৃষ্ণ অমী-অন্ধকারে, কৃষ্ণ স্কুর জ্যোৎস্নায় । কৃষ্ণ, সিন্ধু-জলোচ্ছ্বাসে, কৃঞ্চ গৈরিক ধারায় । কৃষ্ণ মহাশৈলচলে, কৃষ্ণ ফুলে, ক্লঞ্চ ফলে, কৃষ্ণ জলে, কৃষ্ণ স্থলে, তুষারে, কৃষ্ণ অনলে। বিলাস শ্যায় কৃষ্ণ, কুরুক্ষেত্র-রণাঙ্গনে। প্রেমের কটক্ষে কৃষ্ণ, কৃষ্ণ অস্ত্র বরিযশে । কৃষ্ণ শার্দুলের স্তে, কৃষ্ণ নারীদ্বিধরে। . শোকের ক্রম্বনে কৃষ্ণ, প্রেমের সঙ্গীতস্বরে। কোথা তৃষ্ণ, ধনঞ্জয় ?-কৃষ্ণ মম এ নয়নে । কোখ ক, খনন -ফ্ৰঞ্চ মম এ প্রবল। কোথা কৃঞ্চ, ধনঞ্জয় -ব্লষ্ণময় এ অংরে। কোথা ক, খনন -ফ षं कंचनः ।