পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । কি শত্রুর, কি কঠোর। কিবা প্রেমানলে গলি । মিলিল, মিশিল যেন রবির কিরণে জলি মিলিল, মিশিল স্নিগ্ধ খানি কোমল ননী ; চন্দ্র-করে যেন ছুটি চন্দ্ৰকাত্ত মণি-খনি। দুই দিক হ’তে আসি দুই নদ বিপরীত, মিলিল মিশিল মহাপারাবারে পৰিত্ৰিত । অৰ্জুনের অংসোপরে মুগ্ধ শির বাস্তুকির । বাস্থকির অংসোপরে অর্জুনের মুগ্ধ শির। আলিঙ্গিয়া পরস্পরে দৃঢ় প্রেম আলিঙ্গনে স্থির দুই বীরমূৰ্ত্তি, ধারা বহে দু-ময়নে । নিৰ্ব্বাপিত অগ্নি-গিরি-শেখর হতে শীতল যেন নিঝরিণী ধার বহি তেছে অবিৰল । °চেয়ে দেখ মা আমার "-কহে শৈল মুগ্ধমন— ‘আৰ্য্য অনার্য্যের আজি চির-প্রেম-সম্মিলন ! কি শোকের মরুভূমে,-কে লীলা বুঝিবে তার ?উথলিল সুশীতল কি প্রেমের পারাবার ! পূর্ণ মনোরথ তোর, পূর্ণ মনোরথ ষম,— ধরাতলে ধৰ্ম্মরাজ্য হইল পূর্ণ স্থাপন ! আনন্দে পূর্ণিত প্রাণ, আয় মা ! হৃদয়ে আয়। দে রে স্থান বুকে তোর এ ভগ্নীকে, বালিকায় ।” মূৰ্ছিত হইয়া শৈল পলি ভদ্রার বুকে, মূৰ্ছিত স্বভক্স, বসি বুকে বুকে মুখে মুখে । আৰ্য অনার্যের বীর্য্য, আর্য অনার্যের শক্তি, আৰ্য অনার্যের প্রেম, আৰ্য অনার্ধের ভক্তি, আৰ্য অনার্যের ধৰ্ম্ম, কৰ্ম্ম আৰ্য অনার্যের, এত দূরে—এইরূপে—মিণি মহাভারতের