পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । , 38os দগ্ধ মরু দেখে যথা নিদাঘের নবঘন, , দেখিয়াছি আমি সেই নররূপী নারায়ণ। এই শিলাসনে বসি এই নিম্ববৃক্ষতলা, অঙ্কে বৃক্ষ কারু মম, প্রেমে জড়াইয়া গলা । বড় পুণ্যবতী কারু। কি প্রেম-মুকুতি খানি । সেই পুণ্য, সেই প্রেম, কোথ" পাব পাপী আমি ! মহাশত্রু "-নাগপতি কাদিতেছে শিশু সম— “যাদব শোণিতে সদ্য কুলুষিত কর মম ! তথাপি কি ক্ষম, দয়া কহিলেন—‘এস ভাই ! এস বক্ষে -লীলা শেষ,-শাস্তিধামে চল যাই ।” পড়িলাম পদতলে, লইলেন তুলি বক্ষে, কি প্রেম নয়নে চাহি, কি, ধারা বহিছে চক্ষে । কি ত্রিদিব সেই বক্ষ ! মরু বক্ষে কি অমৃত ঋরিল অজস্ৰ ! প্রণ হইল কি পবিত্রিত, শীতলিত, কি দ্রাবিত ! পাষাণ ইহা জল বহিতে লাগিল যেন নেত্রপথে মুশীতল ! . হইলাম মূরছিত, দেখিলাম ধরাতল শত চন্দ্রালোকে যেন হইয়াছে সমুজ্জল । কি সঙ্গীত, কি সৌরভ, মধুর, মধুরতর, উঠিল ভাসিয়া ধীরে, মনপ্রাণমুগ্ধকর । কি মুনার পুপরথ রথ-শিরে স্বর্ণন । কিবা চক্র সমুজ্জ্বল স্তম্ভ-শিরে স্বকেতন, স্বদর্শন চক্রাতি, উড়িতেছে কি লীলায় । কি লীলায় উঠতেছে ধীরে বুধ অমরায় । রখে বসি নারায়ণ, অঙ্কে কাক বসি মুখে গলা জড়াই প্রেমে, বুকে বুকে মুখে মুখে