পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । 38*ఠి কহিলেন সব্যসাচী—“হায়! দেব ! আমি দেখিয়াছি দ্বারবর্তী —সে অমরাবতী । করেছিল অনাথার হাহাকার বাণী, অনাথার অশ্রধারা, কি যে স্রোতস্বতী । উৎসবের নাট্যালয়ে মধ্য অভিনয়ে গিয়াছে চলিয়া যেন অভিনেতাগণ ; সজ্জিত আলোকে স্কুলে সেই রঙ্গালয়ে অনাথ রমণী শিশু করছে ক্ৰন্দন । দেখিলাম বজ্ৰসম কঠিন হৃদয়ে সে শোকের সতীত্বের স্বৰ্গপুণ্যময় ! করি বজ্ৰাঘাত সেই পুরে নিরদয় কহিলাম—“তিরোহিত হরি লীলাময় । কহিলাম--"সত্যভামা ! করেতে তোমার করেছেন সমর্পণ নর-নারায়ণ ধ্বংস-শেষ কুলভার, শিশু অনাথার । লও এই ভার-শোক কর সম্বরণ ! সপ্ত দিবানিশি পরে এই লীলাভূমি দ্বারবর্তী সিন্ধুগর্ভে হবে নিমজ্জিত,- , বলেছেন লীলাময় । পুণ্যবতী তুমি চল ইন্দ্রপ্রস্থে, শোক কর তিরোহিত ? কি আলোকে রুক্মিণীর উঠিল ভাগি । নিরুপম সেই রূপ। কি হালি স্বধরে त्रेश्९-छेष९-त्रास्त्र ! जेणि शनिश অরুণ গোলাগে লিঙ্ক শিশির করে। কি আনৰ ছনয়নে প্রেম ছল ছল । গতিপ্রাণ নববধূপ্রেম আবাহন ।