পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v, অৰ্জ্জুন । জন্মান্ধ দেখে না চন্দ্র । কৰ্ম্মান্ধ তেমন দেখে না বিশ্বের কৃপাময় স্থধাকর ! দেখিল না ক্ষত্রিন্থের , আপন স্বজন দেখিল না যাদৰেৱ, কৰ্ম্মান্ধ পামর । এইরূপ কৰ্ম্মান্ধের না কর সংহার, আপনার কৰ্ম্মপথ, কৰ্ম্মপথ আর মানবের, করিবে সে কণ্টক-আধার ;– প্রভাস ও কুরুক্ষেত্র কৃপা পারাবার ! রাজস্থয়ে ধৰ্ম্মরাজ্য হইয়া স্থাপিত ছিল কত দিন রল ? কত দিন বল —থাকিতে ক্ষয়িঞ্জাতি, স্বাদ পতিতথাকিত এ অট্টালিকা বালতে চঞ্চল ? কুরুক্ষেত্রে ধৰ্ম্মরাজ্য হইয়া স্থাপিত, হয়েছিল যাদবের পাপে সচঞ্চল ভিত্তিমূল হইয়াছে প্রস্তরে প্রোথিত সেই ভিত্তি —গাও, পার্থ। মানব মঙ্গল । দেখিয়াছি, গ্রন্থ, আরো দৃষ্ঠ ঘোরতর। আসিলাম কৃষ্ণদেশে দ্বারবর্তী ছাড়ি । ধরে নাগরিক সহ, কি যে ভয়ঙ্কর ভূমিকম্পে, জলকম্পে সমুদ্রের বরি প্লাবিল সে মহাপুরী তরঙ্গে ভীষণ, বালকের ক্রীড়াপুরী ষেন তীরস্থিত । সিন্ধুর্তে, ধরাগর্ভে, কি ঘোর গর্জুন! | হইল মুহূর্বে সেই পুী অস্তুতি । সেই মুখ সাম্রাজ্যের চিহ্ন নাছি আর । , চিহ্ন মাত্র নাছি দেব। সে মহালীগীর।