পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মহারী কিছুক্ষণ চাহি স্থিরতর ' f - অপরাহ্ল সিন্ধুপানে, মুরতি গম্ভীর। অৰ্জুন। নিবেদিব হায়! দেব চরণে কেমনে এ শোক-কাহিনী-শেষ ? যেই মনস্তাপ । জ্বলিছে দাবাগ্নি মত মরমে মরমে কেমনে দেখাব আমি, চিত্রিব সে পাপ ? লইয়া চতুর্দশীর শশি-রেখা শেষ,— হত-শেষ যছকুল,—অনাথ রমণী, অনাথ শিশু ও বৃদ্ধ,-পঞ্চনদ দেশ করিমু প্রবেশ যবে, মহৰ্মি । তখনি মাকমিল দম্ন্যগণ ; করিল হরণ রত্বরাজি, অশ্ব রথ ; করিল হরণ । যাদব-রমণীরত্ব ;-আমি নরাধম সে দৃপ্তও ভগবন করেছি দৰ্শন ! যে গাওঁীব ছিল মম কার্বুদ্ধ ক্রীড়ার, নাহি শক্তি সে গাওঁীবে করি জ্যারোপণ । নাহি পড়ে অস্ত্র মনে ; নাহি বল আর কুরুক্ষেত্র-জয়ী ভূজে ; হায় অদর্শন হুইয়াছে সেই দেব-সারথি আমার,— শক্তিরূপী নারায়ণ। নাহি প্রবাহিত কুরুক্ষেত্র-জয়ী বীৰ্য্য ধমনীতে আর – করি শিলাময় চন্দ্র, রবি অন্তৰ্মত । হয়েছে গাওঁীর যেন বৃষ্টি স্থবিরের। তাহাতে করিয়া ভর করিমু দর্শন । সে লুন্ঠন, সে হরণ। হায় প্রবীশের শুনিলাম হাহাক্ষর, শিশুর রোন ।