পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مراجع ج নবীনচন্দ্রের গ্রন্থাবলী । । মেলিল নয়ন শৈল ; শাস্তির ঈমৃদ হালি ভাগিল অধর প্রস্তে, ভাসিল নয়নে,ভসিল জ্যোৎস্না যেন মুনীল দর্পণে । চাহি দ্বৈপায়ন প্রতি সজল নয়নে শৈল কহিল – “করুণাময় । করেছি স্মরণ অস্তিমে, দুহিতা শিরে দেও লীচরণ – দেও পাদপদ্ম পিত "-nকহিল চাহিয়া পার্ধে-- *দেশ দেশান্তরে ভূমি ধেই অনাথায় খুজিলে অধীর শেঙ্কে, ইন্দ্রপ্রস্থ সিংহাসনে চাহিলে দুহিতা মত বসাইতে, হায় । দেখ সে দুহিতা তব, মাতা সুভদ্রার অঙ্কে, কি ছার খাওব রাজ্য তুলনায় তার ? তোমার কৃপায় অঞ্জি পতি মম নারায়ণ । যেই প্রেমগঙ্গা পদে জন্মিল তোমার, পাইয়াছে নারায়ণ প্রেম-পরিবার } পেয়েছ জুহিতা ভুমি, আমি পাইয়াছি পতি, হইয়াছে উভয়ের পূর্ণ মনস্কাম, লও দুহিতায় বুকে, শাও কৃষ্ণনাম।”

  • ম মা !”-কাদি উচ্চস্বরে, অর্জুন অীর শোকে

পড়িলেন সেই ক্ষুদ্র বক্ষে শৈলজার । দুই ভুঞ্জে প্রেমচরে জড়ায়ে পার্থের গলা, —শেভিল গলায় যেন নীলমণি-হার,— আছে শৈল গহি যা-যুদ্ধ করার। কছিলেন ধনঞ্জয়-“মা ! তোর এ ক্ষুদ্ৰ বুক অর্জনের শান্তিাষ, জিনি তাহার, अ*बङ्ग ५३ वर्ग, छूहे या क्झगांबौ