পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভাস । - ১৪৯৯ লইবি কি কাড়ি,—করি মরু এ সংসার । তিরোহিত নারায়ণ ; ধ্বংদশেষ ষষ্ঠুকুল ; স্বপ্নশেষ দ্বারবর্তী, চিহ্ন নাহি তার ;– । বড়ই আকুল প্রাণ। মরুভূমি এ সংসার । একই সাম্বনা তুই পার্থ স্বভঞ্জার। তোর স্নেহে, তোর প্রেমে, জুলিনু পুত্রের শোক, ভূলিমু সংসার মা গে ! দেখি তোর মুখ । তোর স্নেহে, তোর প্রেমে, আশ্রম কুটীর খানি হয়েছিল কি স্বৰ্গ মা' ! কি স্বর্গ এ বুক ! আমাদের এই স্বর্গ, আমাদের এই শাস্তি, হরিস্থ কি যাবি তুই দিয়া নব শোক ? পাইয়াছি পুত্ৰশোক, দিয়া এই পুত্ৰীশোক, জীবন সন্ধ্যার শেষ হরিয়া আলোক ? বড় সাধ ছিল,-তোরে, অভিরে, লইয়া বুকে, গুইয়া ভদ্রার অঙ্কে, শিৰে হৃষীকেশ পাদপদ্ম, করিব এ জীং-লীলা শেষ । কিন্তু পুরিল না সাধ ; অভিমস্থ্য গেল চলি ; অন্তৰ্হিত নারায়ণ ; তুই মা আমাৰ গেলে চলি এইরূপে, হায়! পার্থ স্বচ্ছত্রার এ জগতে কে রহিল, কি বুলি জার? অস্তমিত প্রভাকর, জগতের যুগ্ম-স্বৰ্য্য, অন্তৰ্হিত যত্নল বির তাহার। । একটি কিরণ-বিজু তুই কাদম্বিনী-বক্ষে আছি আমি তুই গেলে বৰ কোখ আর ? বাৰি দি, নিয়ে চলতোর করুণার বক্ষে যথা পুত্র, ঘথ কঙ্কা আইবি আমার *— ***