পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫• • নবীনচন্দ্রের গ্রন্থাবলী । রুদ্ধকণ্ঠ বাম্পে, কথা সরিল না আর । শৈলজা সজলনেত্ৰে চাহি অৰ্জুনের মুখ কহিল-“এ শোক পিত ! কর পরিহার ! শৈলের কি শুভ দিন । এমন কে আছে বলা এ জগতে ভাগ্যবতী মত শৈলজার ! গুয়েছে কি মহাতীর্থে, কি পবিত্র দেব-বুকে, আসিয়াছে কি সুন্দর লয়ে পুপরখ তার পুত্র, পুত্রবধু—উত্তর ও অভিমমু্য,— আসিয়াছে পিতা মাতা,-কি পুণ্য জগত • নীরব, নয়ন স্থির, চাহিয়া অনস্তাকাশে কিছুক্ষণ সে জগত, কহিল আবার— “কেবল একটি ভিক্ষা চরণে তোমার । ওই দেখ নিশ্ব বৃক্ষ, পবিত্র ছায়ায় স্বার হইলেন তিরোহিত নর-নারায়ণ, এই কাষ্ঠে দারুমূৰ্ত্তি, অনার্য্য শিল্পীর করে নীল মাধবের পিত! করিবে স্বজন। । এক পর্শ্বে জগন্নাথ, অন্ত পার্থে ধনঞ্জয়, শক্তির প্রতিম মধ্যে স্বভঞ্জ জননী, অনন্ত করুণাময়ী পতিতপাৱনী। প্রভাস সিন্ধুর তীরে এই তিরোধীন ক্ষেত্রে, মন্দির গগনম্পর্শী করি ধিনিৰ্ম্মিত, . এই তিরোধান-শৈলে নিৰ্ধাইয়া রত্নবেদি, নবধর্শ মহাযুদ্ধ কৰিবে স্থাপিত। o সেই মশিবের ছায়া পণ্ডিৰে এ সিদ্ধ বক্ষে, পড়িবে কালের বক্ষে, যুগ যুগান্তর ; अनडभांनद वाजौ cन१ि ईड़ा शर्मन,