পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

**** নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সখ্যরস-অবতার, নব ধনঞ্জয় রূপে, মরুভূমে ভোগবতী করিয়া সঞ্চার । মহা নৰ কুকক্ষেত্ৰ জলিল পৃথিবীব্যাপী, পশিল সে দাবানল ভারতে পতিত,— ধৰ্ম্মহীন, বলহীন, ভারত জীবনহীন, অস্তুর বিগ্রহ-বিষে পুন: জর্জরিত । তখন জাহ্নবী-তীরে, চারু নব বৃন্দাবনে, আসিলেন গৌরহরি প্ৰেম-অবতার ; কি মধুর প্রেমরসে ভাসিছে ভারত ভূমি ! উথলিছে কি মধুর প্রেম-পারাবার। কালা হইয়াছে গোরা, জীর্ণবাস পীতধড়, হয়েছে মোহন ৰাশী দও বৈরাগীর। চন্দন হয়েছে ধূলা, প্রেমে-গোরা আত্মহারা, নয়নে যুগল ধারা প্ৰেম-জাহ্নবীর । "হরিবোল! হবিবোল –নাচে গোরা বহু তুলি, ধূলায় সোণার অঙ্গ যায় গড়াগড়ি । কি মধুর ব্রজলীলা করিতেছে অভিনয়, গ্রেমের ভিখারী প্রেম অজস্র বিতরি। ‘হংিবোল! হরিবোল - গাইতেছে নর নারী, "হরিবোল! হরিবোল !-গায় ভাগীরথী ; হরিবোল! হৰিবোল –গাইতেছে পশু পক্ষী, হৰিবোল হৰিবোল ?--গাৰ জলপতি। “হৰিবেগ। ছবিবোল -কি আমলে শৈলজার কৱিল সদয় ক্ষুদ্র পূর্ণ উম্বেলিত । কি গ্ৰেম নন-ধারা পড়ছে ভয়ার অরে। করিয়াছে ক্ষুদ্ৰ দেহ মাধুরী পূরিত !