পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tRలో নবীনচন্দ্রের গ্রন্থাবলী । আনন্দে মূৰ্ছিত দেবী পড়িতে, ধরিলা করে এক শাল-শাখা স্বশোভন, প্রস্থত হইল পুত্র । ব্রিদিব-লতায় যেন ফুটিল প্রস্থন মনোরম ৷ যেই আনন্দের ধ্বনি উঠিল সে শাক্য-রাজ্যে, প্রতিধ্বনি তুলি হিমালয়ে, সহস্ৰ সহস্র বর্ষ প্লাবি আজি বাজিতেছে অৰ্দ্ধাধিক নরের হৃদয়ে। চন্দ্র অস্তরালে মেঘ, • হাসি অন্তরালে, অশ্রু, নিয়ন্তার কি সুক্ষ নিয়ম | এই আনন্দের মাঝে, সপ্তম দিবসে হায় ! মায়াদেবী মুদিলা নয়ন। যাও মা করুণাময়ি । জগতের দুঃখভাক্স যুগে যুগে করিতে মোচন প্রসবিয়া দেবপুত্র, অবতীর্ণ হও তুমি ; পূর্ণ তব নিয়তি এখন । যাও মা কুরুণাময়ি । জরা-মৃত্যু দুঃখ-ভর এ জগত নহে তব স্থান ; আছে মানবের জাশী, আবার আসিবে তুমি, নরন্থঃখে কঁদিলে পরাণ |