পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । . ১৫৩১ কত কল্পান্তরে নৃপ । সেইরূপে হায় ! এ বুদ্ধ পুরুষোত্তম পুত্ররূপে তব হক্টলেন অবতীর্ণ ৷ হইবে উদ্ধার সংসার-সমুদ্র-গর্ভে জীব নিমজ্জিত লভিয়া নিৰ্ব্বাণ-তরী, জীব সস্তাপিত । বৃদ্ধ আমি ; জীবনের এই ক্ষীণ দীপ হইবে নিৰ্ব্বাণ মাশু, কাদিতেছি আমি, সেই বুদ্ধরূপ নাহি দেখিব নয়নে । কঁদিতেছি আমি সেই বুদ্ধ আরাধনা ফলিল না ভাগ্যে মম । না শুনিব আমি সেই সাম্য গী ভ. সেই শক্তির সঙ্গীত, হবে যাহা প্রচারিত দেশ দেশাস্তরে , যুগ যুগান্তরে যাহা করিবে ঘোষিত শৈল-বক্ষে শৈলমাল করিয়া অঙ্কিত । কঁদিতেছি আমি -মেই উৎস কৰুণার প্লাবিয়া ভারতবর্ষ প্লাবিবে জগত, আমি এক বিন্দু নাহি পাইব তাহাৰ । % মন্ত্রশস্ত্র বেদশাস্ত্র কহিছে অীমায় হইবেন বুদ্ধ এই কুমার তোমার । সন্ন্যাস গ্রহণ করি জীবের উদ্ধার সাধিবেন, করিবেন নিৰ্ব্বাণ প্রচার । হে রাজন ! স্বত্রিংশৎ লক্ষণ মঙ্গন মহাপুরুষের, অস্থব্যঞ্জন। অশীতি, দেখ কুমারের দেব দেহ্নে বিদ্যমান । নহে নৃপতির এই লক্ষণ সকল । তুচ্ছ রাজছত্ৰ ; ষেই ছত্র স্থবিস্তার