পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

34లి• নবীনচন্দ্রের গ্রন্থাবলী । এইরূপে জীবে জীবে হিংসিতেছে নিরস্তর, চারিদিকে কি ভীষণ জীবন-সংগ্রাম ! আনন্দের আবরণে আরবি প্রকৃতি-দেবী রেখেছেন কি অনন্ত ভীষণ শ্মশান । % অনন্ত জীবের দুঃখে কঁদিল কোমল প্রাণ, অলক্ষিতে অন্তমনা ছাড়ি সঙ্গিগণ, ছাড়ি পুর-ক্ষেত্রসীম। সিদ্ধার্থ প্রাস্তরে পশি ভ্ৰমিতে লাগিল এক স্বপনে যেমন । নগর-উৎসব-ধ্বনি, পল্লীর আনন্দ-ধ্বনি, প্লবী, ৰিশ্বব্যাপী যেন কিবা হাহাধগর, জীবের কি দুঃখ গীতি, উঠিতেছে চারিদিকে ! গজ্জিতেছে চারিদিকে যেন পারাবার ! দেখিলেন জৰু বৃক্ষ অদূরে বিস্তারি ছায়া, আত্মহারা শুরুমূলে বসিলা কুমার, ' জন্মস্তির সংস্কার অজ্ঞাতে নিদ্রার মত করিল সমাধিমগ্ন অননদ-আধীর । ৰাইতেছে পঞ্চজন মহর্ষি আকাশ-পথে, অকস্মাৎ যোগাসন হইল অচল । জৰুৰ্বক্ষমূলে বসি দেখিলেন জ্যোতিৰ্ম্ময় নব যুব, নিমীলিত নয়নযুগল । শরীরে স্বৰ্য্যের প্রভা, কনক কেশর অভিা বিমণ্ডিত বরবপু মহিমা-আলয়, ধোগাসনে যোগময় নিষ্কম্প কড়িত মত,— ঋষিগণ মনে মনে মানিলা বিস্মিয় ।

  • কে যুব ? যাহার ধ্যানে আমাদের ধ্যান-প্রঙ্গ

করিল নিস্তেজ, ধোগ-আসন অচল ?”—