পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । , •લ ૭૨ ভাবি মনে ঋষিগণ দেখিলেন মহা ধ্যানে বিষ্ণু-অবতার যুবা, শুদ্ধ নিরমল ! অজ্ঞান আঁধারে পূর্ণ হইয়াছে এ সংসার, আবিভূত এ প্রদীপ নাশিতে অ ধার ; যেই মহা ধৰ্ম্মবলে জগত পাইবে মুক্তি, করিবেন নবযোগী সে ধৰ্ম্ম প্রচার । , ভক্তিভরে ঋষিগণ করি তবে প্রদক্ষিণ, গ্রহে উপগ্রহ যথা, ধ্যানস্থ যুবায়, গেলা চলি প্রতি মনে , রাজপুরে এই দিকে উঠিয়াছে কোলাহল—”কুমার কোথায় ?” -অন্বেষণে সঙ্গিগণ, রাজ-অনুচরগণ, আসি জম্বুবৃক্ষতলে হইল বিস্মিত ; সবিস্ময় শুদ্ধোদন, অসিলেন সেইখানে, ভাঙ্গিয়া আসিল পুরী, নগর সহিত । অতীত মধ্যাহ্ন কাল ; তথাপিও স্থিরতর, বুহিয়াছে বৃক্ষ ছায়া, করি ছায়ন্বিত ধ্যানস্থ কুমার-দেহ— রুবিকরে চন্দ্র যথা, হইয়াছে রবিকর যোগে পরাজিত । - দেখিলেন শুদ্ধোদন সোণার মূর্বতি পুত্র .স্থাপিত পাদপমূলে পবিত্র মুন্দর । দেখিলেন গুদ্ধোদন ধ্যানস্থ নবীন যোগী, ভাবিলেন এই পুত্র । কছু নহে নর। কি প্রতি কি শান্তি মুখে ! কি প্রতির স্বপ্নে মুখে যেন নিমজ্জিত পুত্র, কি জ্যোতি নিৰ্ম্মল । কি প্রতি কি পৰিত্ৰত, চন্দ্র চন্দ্রিকায় যথা, করিতেছে দর্শকের পরাণ শীতল ।