পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>Q8● নবানচন্দ্রের গ্রন্থাবলী ভক্তিভরে শুদ্ধোদন, অশ্রুপূর্ণ হনয়ন, দেখিছেন, দেখিতেছে নর সংখ্যাতীত নীরবে বেষ্টিয়া বৃক্ষ , নীরবে নিদাঘানিল বহিতেছে, জখুবৃক্ষ স্থির আকম্পিত । আপ্রভাত অপরাহ, এরূপে বসিয়া ধ্যানে: কৱিল কুমার ধীরে নেত্র উন্মীলিত । উঠি ধীরে আত্ম-হার, প্ৰণমিয়া পিতৃপদ, কহিলা কাতর-কণ্ঠে করুণা-ব্যথিত,— “পিত। হিংসাময় কৃষি কর ভূমি পরিহার, হয় পদে পদে জীব-হিংসা সংঘটিত । পিত ! জীবে কর দয়া ! কর সর্ব জীব মুখী কর জগতের মুখে প্রাণ সমৰ্পিত ।” (8) অশোকোৎসব । চিস্তান্বিত শুদ্ধোদন ; চিন্তান্বিতা প্রজাবতী কহিলা কাতরে— ● “একি ধ্যান সিদ্ধার্থের ? আমার সিদ্ধার্থ নাথ । রবে না কি ঘরে ? - বড়ই ব্যাকুল আজি হইয়াছে প্ৰাণ । কে শিখাল, কেমনে বা শিথিল এ ধ্যান ?” ঈষৎ হাসিয়া রাজা কহিল তখন— ”কে শিখাল তোমাকে এ অশ্রু বরিষণ?”