পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । '^&8"లి, করিয়া বিবাহ, ভোগ বিলাস সম্বল, পরিবে সে শৃঙ্খলের উপরে শৃঙ্খল ? : না করিলে মনপ্রাণ সৰ্ব্বস্ব অর্পণ, জীবের এ দুঃখ নাহি ঘুচিবে কথন । এক প্রাণ দিব কাবুে—দুঃখ পারাবার অনন্ত প্রাণীকে, কিংবা পত্নীকে আমার ? ষেমন আমার প্রাণ হিংসায় কাতর, না হবে তেমন কেন পরের অন্তর ? সঞ্চপরিছে যেই শাস্তি দয়ার নিঝরি মম প্রাণে, নর প্রাণে কেন নিরস্তর বহিবে না, করিবে না শাস্ত সুশীতল হায় ! হিংসানলে দগ্ধ এই ধরাতল ? নরের এ দয়া বুঝি ধৰ্ম্ম সনাতন । এই ধৰ্ম্মে হবে বুঝি হিংসা নিৰ্ব্বাপণ ! ৰাব বনে—করিব না বিবাহ কখন— মহাধ্যানে করিব এ তত্ত্ব অন্বেষণ । থাকিলে সংসারে, ভোগ বিলাসে জড়িত হইয়া এ আত্মা হবে পাপে কলুষিত । কাটি জনকের স্নেহ, স্নেহ জননীর, জীবছঃখে দিব প্রাণ—করিলাম স্থির ।” স্থসজ্জিত কক্ষে যুবা ভ্ৰমি কিছুক্ষণ চিতামগ্ন পথহারা পথিক যেমন অ ধার-প্রাস্তরে দীপ কঞ্জিল দর্শন । প্রফুল্ল বদনে যুব কহিল তখন— । “ন-না-হইতেছে ভুল, যদি এ সংসার ছাড়ে সবে, গৃহাশ্রম রহিবে ন জার ।