পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । , t8s মধুর সঙ্গীত ধ্বনি বহে নির্জনতা বক্ষে মুবাসিত শৈল সমীরণ, নাচিছে নৰ্ত্তকীগণ, পুষ্পোপ্তানে পুষ্পগণ, বৃক্ষে শিথী তুলিয়া পেখম। গোপার মধুর প্রেমে করিল প্রমোদ-পুরী প্রেমের মাধুর্য্যে প্রপুরিত, গোপায় প্রেমের স্রোতে বৈরাগ চলিল ভাসি, সিদ্ধার্থ হইল নিমজ্জিত। গোপী রূপবর্তী, গোপ। গুণবতী, ধৰ্ম্মে মতি, পতি-প্রেমে পূর্ণ মাতোয়ারা, সিন্ধুগর্ভে নদী যেন, সিদ্ধ সাধিকার মত • পতি-পদে গোপ আত্মহারা । • নাহি অঙ্গে আভরণ, না আছে অবগুণ্ঠন, দেখিয়া বিবশ লজ্জাহীন, একদা হাসিল সর্থী ; হাসিয়া কহিলা গোপা উচ্ছ্বাসে আলাপি কণ্ঠী৭,— "নারী-মাভরণ ধৰ্ম্ম, নারীর সৌন্দর্য ধৰ্ম্ম, ধৰ্ম্ম অবগুণ্ঠন তাহার। মুসলিল দীর্ঘিকার ८झ कि श्रद७%न्न ? কি অবগুণ্ঠন চঞ্জিকার ? м ইস্ক্রিন্থ সংযত মার, दांक ६ांद्र निम्नभिड, চিত্তবৃত্তি নিরুদ্ধ যাহার, মন যার নিরমল স্বচ্ছ সরলীয় জল, আৰরণে কি কাজ তাহার । আর যার লজ্জা নাই, সন্ত্রম শীলতা নাই, চিত্ত যার নহে বশীভূত,