পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। । :&t} নবীন বৈরাগ্য মেঘ, গোপার প্রালোকে হইল অদৃপ্ত,আলোকিত ; আশ্বস্ত হইল রাজ, হতভাগ্য গুদ্ধোদন বিদ্যুতে হইল প্রতারিত। (e) গাথা। মঙ্গঋটিকার পূৰ্ব্বে প্রশস্ত প্রকৃতি মত, শক্তির মুখদ ক্রোড়ে রাজপুরী নিদ্রাগত। নাহি উদ্বেগের ছায়া, নাহি নিরানন্দাভাস, রাজার হৃদয়ে,–যেন খচিত শারদর্শকাশ আশা-তারকায় ভরা ; মাত গৌতমীর প্রাণ, কুহুমিত সরোবর,- পূর্ণ র্তার মনস্কাম । গোপার শেন্দর্ঘ্যে প্রেমে সিদ্ধার্থ মুখ, মোছিত, বুঝিলেন বনহন্তী হইয়াছে শৃঙ্খলিত । নাহি বৈরাগোর ছায়া সিদ্ধার্থের মুখে, প্রাণে, সেরূপ সিদ্ধার্থ আর না থাকে বসিয়া ধ্যানে । রূপের তরঙ্গ তুলি রূপসী নৰ্ত্তীগণ । নাচিতেছে, করিতেছে কণ্ঠ-মুধা-বরিষণ। স্বধায় তরঙ্গ তুলি’ নানা যন্ত্র একতানে বাজে কলকণ্ঠ সব অমৃত ঢালিয়া প্রাণে । মৃত্য গীতে নবপূরী মুখরিত মনোর, জালোকিত ৰূপে, পূপে স্থাপিত নিরস্তর। এই বিলাসের স্বপ্নে, গোপার বদন বুকে,