পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>¢&* নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কুমার জিজ্ঞাসে,-“ভবে আমার গোপার দেহ, হইবে কি এমনি বিরূপ ?” “হায় । রাজপুত্র "-কহে সারথি–“এ জগতের সকলেই জরার অধীন। কিবা রাজা, কিবা রাজ্ঞী, রাজপুত্র, রাজবধু, জরাজীর্ণ হবে এক দিন।” মুদীর্ঘ নিশ্বাস ছাড়ি, কুমার কহিল ধীরে,— “আমরা কি অবোধ অজ্ঞান। মাত্তিয়া যৌবন-মদে হায় ! নাহি ভাবি কভু এই শরীরের পরিণাম । সারথি ! ফিরাও রথ,-চল, গৃহে ! যাইব না প্রমোদ কাননে!আজি আর । জরা আক্রমিবে যারে এইরূপে একদিন । ক্রীড়ামোদে কি কাজ তাহার ?” আর এক দিন যুদ্ধ যাইতে প্রমোদুবনে দেখি পীড়াগ্রস্ত একজন, জিজ্ঞাসিল,-“এ কে নয় ? এত নহে জরাগ্রস্ত, তবে কেন বিবর্ণ শরীর, শুক্ল দেহ, ক্লিষ্ট মুখ, क्tहे दोश्रङाक्क भांज, ৰাক্তনায় বহে নেত্রনীর ?” “হে দেব --সারথি কহে,-“জরা নহে,পীড়া এই, জরার অধিক ক্লেশক্ষর । निहिरु सौशन-ौश्रृं, হরণ করেছে তৈল शs । भौड़ निईद्र-जडद्र " কুমার কহিলা খেলে,-“স্বাস্থ্য তবে স্বপ্নক্রীড়া, ব্যাধি-দশ এ কি ভয়ঙ্কর ।