পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>૯૭૦ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। দেখি আর এক দিন পথে অপরূপ মূৰ্ত্তি সারথিকে জিজ্ঞাসে কুমার,— -বিনীত প্রশান্ত মূৰ্ত্তি কে ওই পুরুষবর জীবন্ত মূৰুতি নম্রতার ? কষায়-বসন অঙ্গে হস্তে মাত্র ভিক্ষাপাত্র, গতি কিবা প্রশান্ত সুধীর । বস্থানে কি শাস্তি, প্রীতি । অঙ্গে কি পবিত্র জ্যোতিঃ । কি করুণ-পূর্ণিত শরীর।” সারথি ভকতি-ভরে কহিল,—সন্ন্যাসী ইনি, সংসার করিয়া পরিহার, হইয়া সন্ন্যাস ব্রত, . ইঞ্জিয় করি, সংযত, হয়েছেন বিনয়-আধার। রাগ নাই, দ্বেষ নাই সংসার-কামনা নাই, একমাত্র ভিক্ষন্নে জীবন ৯ করেন স্থাপন ইনি করেন প্রীতির নেত্রে সৰ্ব্ব জীব সমান দর্শন ।” সাধু সাধু ! হে সারথি ।”—কুমার প্রফুল্লমুখে কহিলেন অনিন্দিত মন, “আমার জীবনপথ দেখিলাম এত দিনে – সন্ন্যাস প্রশংসে জ্ঞানিগণ । আঞ্জুহিত, পরহিত, জীবনের নিত্যমুখ, স্বমধুর ফল মুখাম, আছে এই পুণ্যপথে ;-সারথি । ফিরাও বুথ — এই পথ করিব আশ্রয় ।” দিন যায়, রাত্রি বায়ু, সিদ্ধার্থের হৃদয়েত্তে বহিতেছে ঝটিকা প্রধল । ,