পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । চলেছে তুরঙ্গ-রঙ্গে গ্রীধা ভঙ্গি করি নাচিয়া নাচিয়া ; ধীরে নাচিয়া নাচিয়া মস্তকে মঙ্গল-থালা মঙ্গল-রূপিণী আনন্দে রূপদী-বৃন্দ করতালি দিয়া, গাইয়ু মঙ্গল-গীত যাইছে চলিয়া । বাজিছে মঙ্গল-বাদ্য সম্মুখ পশ্চাতে । কুমারের, উঠতেছে মঙ্গলের ধ্বনি ংখ্যাতীত নরমারী-কণ্ঠে অবিরল । শোভিতেছে রাজপুরী, পুরী কুমারের, যেন মহা নাট্যশালা অলোক-স্বজন, মণ্ডি ত কুসুম-দীমে পল্লবে, কেতনে, — অনন-সাগরে ষেন উংস আনন্দের { সখীগণ, সখীগণ, ম তা প্রজাবতী দেখাইলা পুত্ৰমুখ কুমারে তখন,— অননে অধীর পুরী, অধীরা জননী । সগঢলি করি, রঙ্গে, করি গলাগলি করিতেছে হুলুধ্বনি পুরাঙ্গনীগণ,— হাসির তরঙ্গ-ভঙ্গে কটাক্ষ ঢালিয়া । দেখি সদ্য শিশুমুখ উঠিল কঁাপিয়া কুমপ্লের স্থির বক্ষ ; উঠিল কঁপিয়া দেখি কুমারের মুখ গোপার হৃদয় । সুবৰ্ণ সংসার-পাত্রে জীয়ন্ত অমৃত দ্ধিার্থ দেখিলা যেন, হৃদয় উহার করি আকৰ্ষিত, করি প্লাবিত, কম্পিত । সে হৃদয়-প্রকম্পন,—সিদ্ধ প্রকল্পন পূর্ণ জোদয়ে যেন সে মুখ গম্ভীর, &&(t