পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- sه،ه د د. , aবশ৮.ে৫ঙ্গ সুস্থাবলী । জলধির হিত शङ्ग, তাহা জলবিন্দুহিত, জগতের হিত, বৎস! তোমার হিত নিশ্চিত। অভ্যাস ও জ্ঞানবলে ইন্দ্রিয় করি সংযত, জগতের হিতে করি নিজ স্বার্থ পরিণত, স্বপ্রকৃতি অনুসারে স্বধৰ্ম্ম কর পালন, এইরূপে কৰ্ম্মফল ব্রহ্মে করি সমর্পণ। ফলিয়া অনন্ত তরু, বরধিয়া মেঘদল, সাধিছে কি স্বাৰ্থ ? বিশ্ব আদর্শ নিষ্কাম :আপন প্রকৃতি মতে ফলে তরু, বর্ষে ঘন, জগতের হিতে সাধি স্বধৰ্ম্ম মোক্ষ পরম। বীরত্বপ্রকৃতি তব, স্বধৰ্ম্ম যুদ্ধ তোমার ; . ধৰ্ম্মযুদ্ধ হ’তে শ্রেয়ঃ ক্ষত্রিয়ের নাহি আর । সুখে দুঃখে অনাসক্ত, লাভালাভে জয়াজয়, কর যুদ্ধ তুমি, বৎস! যথা কৃষ্ণ ধনঞ্জয়। বুঝিলে কি অভিমন্ত্য ! গীতামৃত করি পান,— নিবারিতে ধৰ্ম্ম-গ্লানি, অধৰ্ম্মের অস্থ্যখান ; সাধুদের পরিত্রাণ, বিনাশ দুষ্কৃতদের, করিতে সাধন ; - স্থাপন করিতে বংস ! জগতে ধৰ্ম্ম-সাম্রাজ্য,— এই মহারণ ?” “বুঝিলাম,”-জননীর পদতলে পড়ি কহে গলদশ্র যুব,--”বুঝিকু আমার মাতা দেবী, পিতা দেব, স্বামী নারায়ণ, আমি তোমাদের মা গে ! পুত্র নরাধম। বুঝিলাম ক্ষুদ্র গুক্তি জন্মে রত্নাকরে ; কুফল অঞ্চখে, বটে ; তৃণ মহীশূরে।