পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· · :ጳዓለም নবীনচন্দ্রের গ্রন্থাবল। অট্টালিকা মনোহর ; চারু অন্তঃপুর রতন-কিঙ্কিণী জালে তরঙ্গে শোভিত, সঙ্গীতে মুনারীবৃনে,-বিলাসে পূরিত । রাজপুত্র-রাজা তুমি, প্রথম যৌবন, তরুণ কোমল দেহ, শশাঙ্ক বদনে শোভিছে ভ্রমর-কৃষ্ণ কুঞ্চিত কুন্তল । এখনও অপূর্ণভোগ-কামনা তোমার } অমর-পতির মত এ অমরাবতী কর ভোগ, কর ভোগ-কামনা পূর্ণ। মধ্য অঙ্কে অভিনয় কুরিও না শেষ এইরূপে, বৃঙ্গভূমি করিয়া শ্মশান। যৌবনান্তে, সন্তোগান্তে করিও সন্ন্যাস নিষ্কণ্টকে, কেহ নাহি করিবে বারণ । , হও ক্ষান্তু এইক্ষণ, রক্ষ পৌরজন ") “ছন্দক, ছন্দক "-যুদ্ধ কছিল উচ্ছ্বাসে– “অসার সম্ভোগ-স্বথ অনিত্য অধ্রুব ; ৷ চঞ্চল চঞ্চল মত, রিক্তমুষ্টি সম অসার, অস্থায়ী জল-বুদবুদের মত, দুর্ভোগ্য স্বপনসম; পৃষ্ঠ সঙ্কণ সৰ্প-মস্তকের মত পূর্ণ মহাবিধে। কে বল কখন কাম বস্তু উপভোগে —কামিনী, কাঞ্চনে, রাজ্যে-তৃপ্তি কামনার পাইয়াছে এ জগতে হয়। এ সম্ভোগ্ন, 3. কামনাল হেনিয়নি। .