পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- অমতাভ। 哆 να" সৌন্দর্য, ঐশ্বৰ্য্য, বীৰ্য্য ! কোন ভোগ-পূপে প্ৰমত্ত মধুপ মত করিনি চয়ন ইজিয়ের স্বথমধু কই তৃপ্তি কোথা ? মত্ত তিমিত্ত্বের সুত সম্ভোগ-সাগরে কি ক্রীড়া না করিলাম স্থায় ! এত দিন ? কই তৃপ্তি কোথা ? ভোগ-পুষ্পে পুষ্পে মত্ত মধুকরমত ঘুরিয়া ঘুরিয়া অতৃপ্ত কামনানলে মরিতে পুড়িয়া আসিন্থ কি ধরাউলে? মানব-জীবনে নাহি শান্তি ? নাহি মুখ ? মানব-জীবন । কেবল কি মরীচিক ভোগ-কামনার ? না, ছনীক –আছে শাস্তি, আছে নিত্য সুখ, ভোগ-দাবানল হতে হইতে উদ্ধার, জন্ম-জং-মরণের দুঃখ-পারাবার হষ্টতে উত্তীর্ণ হয় । আছে মুক্তি-পথ । খুজিব সে মুক্তি-পথ, খুজিব নিৰ্ব্বাণ এই দাবাগ্নির ; ধরা করিব শীতল । আন অশ্ব ! হও তুমি সহায় আমার ! উড়িবে যে পাখী ওই অনন্ত আকাশে, সোণার পিঞ্জরে তোর, সোণার শৃঙ্খলে মিটিবে কি সাধ ? দ্বার কর অনর্গল, অনন্ত আকাশে আমি যাই উড়িয়া" ছদ দিয়া কহে-৫ায় দেব ! স্তৰে নিশ্চঃ বি,এ সংসার শেকে ভুৱাই । বাইরে ছাড়া ছুট্টি নিশ্চ ছদ্ৰক ”— । উৱলি কৃষ্ণ কুমার-“নিশ্চয়।