পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । aళి দিলে আন্ধি পুত্রে ཧྥེས་ཝ শ্রেষ্ঠতর, শিরে দিয়া দুই হাত আশীৰ্ব্বাদ কর,— স্বধৰ্ম্ম পালনে মা গো ! করি প্রাপদান, জন্মে জন্মে তোমাদের পদে পাই স্থান ।” দেব পুত্রে দেবী মাত লইয়া হৃদয়ে শুক্রমুখী, চুম্বি সেই সিক্ত কুবলয়ে, কহিলা উচ্ছ্বাস-কণ্ঠে ভকতিপূরিত, মাতৃ-স্নেহে দুই ধারা করি বিগলিত— “লও সুশীৰ্ব্বাদ-করি স্বধৰ্ম্মপালন, গীতার সাম্রাজ্য কর জগতে স্থাপন । কৃষ্ণের ভাগিনী তুই, অর্জুন-তনয়, তোর মাত,– হ’ক মম এই পরিচয় * পঞ্চম সৰ্গ । അക്ഷs:്ജത്ത ভ্রাতা ভগিনী । ساس صلى الله عليه وسلم سسہ হেমন্ত্ৰশৈশবসন্ধ্যা ধীরে বিষাদিনী উত্তরল কুরুক্ষেত্রে ; উত্তরিলা ধীরে অদূর দক্ষিণারণ্যে, বসিয়া যথায় সন্ন্যাসিনী জরৎকারু সন্ধ্যাশ্বরূপিণী ।