পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tఫెB নবীনচন্দ্রের গ্রন্থাবলী । কেবল হৃদয়ে হৃদয়-প্রস্থন, রেখেছে চাপিয়া বলে, পতির সে প্রিয় বসন ভূষণ প্রক্ষালি নয়ুনজলে । শোকের ঝটিকা বহিয়া বহিয়া ডুবায়ে ভাসায়ে তরী, কর্ণধার-হীনা-বিস্কৃতি-সাগরে, এবে শান্ত বেগ ধরি বহিতেছে ; গোপা উঠি ধীরে ধীরে রত্নময় বেদি পরে পত্তির প্রেরিত বসন মুকুট স্থাপিলা ভকতি-ভরে । খুলি আপনার বসন ভূষণ, কাটিয়া অলক-দাম, যৌবনে যোগিনী সাজিয়া করিলা ৰেদি-পদমূলে দান । কাটিতে কবরী কঁীি উচ্চৈঃস্বরে গৌতমী ধরিয়া করে কহিলেন-“মা গো ! দেখি এই রূপ কেমনে রহিৰ ঘরে ? “পুত্র গেছে চলি, আছে পুত্রবধু— “তুইও যোগিনী হবি ? "বৃদ্ধ টি প্রাণ রাখিৰে কেমনে “দেখি এ দ্বিধা-ছৰি? “তুই পুত্ৰ এৰে, পুৰবধ ছুই, । “একই সাজন-চাধ ।