পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tఉషి त्र ६ौनम्रग्ङ्त्र গ্রন্থাবলী 1 উঠিল নগরে ক্রমে মহাকোলাহল ; মহাসমারোহে পথ হইল পূর্ণিত ; ধোগীর চলিতে সাধ্য নাহি এক পদ ! উচ্চৈঃস্বরে নারীগণ আকুল কাদিয়া ; কেহ কহে—“নাহি জানি জনক জননী কেমন পাষণ এর, এমন মুন্দর সোণার পুতুল হায় করিল সন্ন্যাসী । কেহ কহে-“পিতা মতা থাকিলে কি আর এমন সস্তান পারে হইতে সন্ন্যাসী ?” কেহ কহে-“না থাকুক জননী ইহার, হইব জননী আমি, প্রাণান্তে আমার সন্ন্যাস করিতে আর দিব না কথন ।” "ছা । বাছা - বলি কঁদে কেহ গল ধরি, কেহ কাদি পদতলে যায় গড়াগড়ি । নৱপত্তি বিম্বিসার প্রাসাদ-শেখরে উঠি দেখিলেন-নেত্র ফিরিল না আর । ভাবিলেন,– একি চন্দ্র ? ইন্দ্র দেবরাজ ? কিংবা বিন্ধাচগের এ অধিষ্ঠাত্রী দেব ? কিংবা দেব বৈশ্বানর ? মানবে*সম্ভব নহে কদাচিত এই রূপ অপরূপ ! ভিক্ষত্তে পাণ্ডব শৈলে ফিরিলা সন্ন্যাসী শুনি নরপতি, সেই অপরাহ্লে তথা আসিলেন পারিষদ রাখির পশ্চাতে । দেখিলেন বিম্বিসার নবীন সন্ন্যাসী । বসিয়া স্বস্তিকালনে গিণ্ডিারে ন শৈল-বেদিকায়