পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । । 為も●● স্বর্ণ-দেবমূৰ্ত্তি যেন রয়েছে স্থাপিত। কিছুক্ষণ পরে যোগী মেলিল নয়ন প্ৰণমিলা শৈলস্থিত রাতুল চরণে— রক্ত শতদল মূলে নীল সৰোবরে শরতের পূর্ণচন্দ্ৰ পড়ি সমুজ্জল । কহিলেন বিম্বিসার—“ষোগিবর । তব নিরথি এ দেবরূপ, হল্লভ ীেবন, মুগ্ধ এ মগধ, মুগ্ধ মগধ-ঈশ্বর। সোণার যৌবনে তব দেখিয়া সন্ন্যাস, প্রথম বসন্তে ঘোর শিশির সঞ্চার। নিদারুণ, হাহাকারে পূর্ণ মম পুরী, আকুল হৃদয় মম । আইস যুবক ত্যজিয়া নিষ্ঠুর এই অকাল সন্ন্যাস কর রাজমুখ ভোগ এই রাজ্যে মম ” উত্ত্বরিল শাক্যসিংহ ধীরে”—মহারাজ ! হউন চিরায়ু, মুখে করুন পালন এই রাজ্য চিরদিন অমরপ্রতিম ৷ নাহি চাহি রাজ্য, স্বধ; নাহি শান্তি আমি ; হয়েছি সন্ন্যাসী আমি শাৰি কামনায়।” সবিস্ময়ে বিম্বিসার কহিলা আবার— “এ কি কথা । হুকুমার, অতি স্বকোমল পুষ্প নির্ভ এই দেহ সহিবে কেমনে দারুণ সন্ন্যাস-দাহ । না, না, ত্যজি এই কঠিন প্রস্তুরাসন, জনশূন্ত বন, চল বৰপুবে মম। অশান্থি গৃহের করে থাকে দি শান্তি-প্রয়াসী তোমায়,