পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র "Y Ko ১১১৫ দুই প্রতিকুলানিগে চলি ট্র ফেনিল তরঙ্গমালা মহাপারাবারে । নিবিল কটক, ঘোর শস্থের নিনাদ, সমর-নিৰ্ঘোষ,– মত্ত জলধি উচ্ছ্বাস, সন্ধ্যালোক সহ ধীরে । মহর্ষি দুৰ্ব্বাস • বনান্তর হতে ধীরে হইল বাহির, কির হইতে যেন তীব্র বিষধর । এখন (ও } যুবতী বলি চাহি পথপানে বিবশা, আপনৃ-হার, না দেখে নয়নে রণক্ষেত্র, বনক্ষেত্রে না শুনে কাকলী। কিছুক্ষণ ভ্ৰমি ঋৰি অজ্ঞাতে পশ্চাতে ডাকিলা—“মনসে ”ি বামা শুনিল না কাণে, চিত্রিত প্রতিমা মত রহিল বসিয়া । “পাপীয়সি ”—স্বপ্লেখিত, চমকিয়া বাম দেখিল ফিরিয়া ঋষি । “পাপী-পাপীয়সি ”— ক্ৰোধেতে ঋষির অঙ্গ কাপে থর ধর, —“নিয়ত আমায় তুচ্ছ ! নিযুত এখানে থাকিস বসিয়া ; নিত্য একই ভাবনা ’ কাতরে কহিল কারু,—*সংসার-বন্ধন একে একে হায় ! প্রভো ! ছি ড়েছি সকল ;" —মুখ ফিরাইয়া পুনঃ চাহি পথপানে,— “একই বন্ধনে বাধা সংসারের সহ উদাসিনী পত্নী ভব। স্নেহ-পারাবার ভ্রাতা সে বন্ধন তার। সেই এক বৃন্তে শুদ্ধ ফল সম এই হৃদয় আমার । ঝুলিছে সংসার-বৃক্ষে ; কাটিও না ভারে, 縣