পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিষ্ফল দর্শন, যোগ,-সিদ্ধার্থ ভাবিল মনে,— বৃথা এ শরীর মাত্র করিলেন ক্ষয় ; : সংসার ছাড়িয়া বৃথা অকুলে দিলেন ঝাপ, না মিলিল কুল তার, মিলিবার নয় । , সংসার মোহন বেশে তখন উঠিল ভাসি খুলিয়া অনন্ত শোভা নয়নে তঁহর । সে ঐশ্বৰ্য্য, সে সৌন্দর্য, গৃহের অপর মুখ, সে মুখে অপার শান্তি প্রেমেতে গোপার। একে একে পূৰ্ব্বস্বতি সন্ধ্য তারকার মত , হৃদয় আকাশে ধীরে ফুটিল তাহার ; ফুটিয়া উঠিল আর পিতার সে শোকছবি, শোকছবি গৌতমীর, দুঃখিনা গোপার। থাকিতেও পতি গোপী অনাথার সমধিক ; ' থাকিতেও পিত! হায় । অনাথ রাহুল , আছে কি বাচিয়া তারা ? অাছে কি একটি আলো দুজপুরে ? রাজ্যেষ্ঠানে একটিও ফুল ? সিদ্ধার্থ কঙ্কুণপ্রাণ, উছলিল লে করুণ, সিদ্ধার্থ কি হায় ! তবে ফিরিবেন ঘরে ? ঞ্জিতার সে স্নেহ-স্বর্গে, মাতার সে স্নেহ-বক্ষে, শুর্থ্যার সে উদ্বেলিত প্রেমের সাগরে । व्रादाद् छविण! यम-अमक औदन भूड, স্নেহময়ী জননীর বিদীর্ণ হৃদয়, অনাখা দুঃখিনী গোপ, অনাথ অঙ্কের শিশু, করিলাম, করিলাম এ শরীর ক্ষয়, শেৰে কি ফিরিতে ঘরে, ফিরিতে সে রাজপুরে, সেই নাট্যশালা হা করিয়া শ্বশন ।