পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । ఆపిలి नशद्ध दिन १7ांरम इहेज अठौऊ । আসিল পূর্ণিমানিশ। বহিতে লাগিল । অজস্র ধ্যানের স্রোতঃ । প্রথম প্রহরে অপূৰ্ব্ব আলোক চিত্তে হইল সঞ্চার । অজ্ঞান আঁধার নাশি । দেখিলেন যোগী এই প্রজ্ঞালোকে, যেন খনিগর্ভে মণি, অতীত তিমিরে পূর্ব জন্ম আপনার ; স্বগতি ছৰ্গতি হেতু বুঝিলেন আর । বহিল ধ্যানের স্রোতঃ । মধ্যম প্রহরে দেখিলেন যোগী তার নাহি জন্মভূমি, সাহি নাম, নাহি গোত্র, নাহি বৰ্ণ, জাতি, পূৰ্ব্ব জ্ঞানীদের বংশে জনম তাহার । প্রাণীদের পূৰ্ব্বজন্ম অসংখ্য প্রকার দেখিলেন দিব্যজ্ঞানে । শৰ্ব্বরীর শেষে ভাবিলেন জগতের এত দুঃখ কেন ? কি মূল তাহার ? À পুনঃ বসিক্রেন ধ্যানে জগতের সর্ব হুঃখ বিনাশের তত্তে । দেখিলেন বহিতেছে বেগে অবিরত সংসারে দুঃখের স্রোতঃ, জীৰ অবিরত । জন্সিয়াছে, জন্মিতেছে, মরিড়েছে পুন: } পুনর্জন্ম ; পুনর্মুহু ; জন্ম মরণের আবর্তনে করিড়েছে জীৰ হাহাকার না পাই উদ্ধারপথ।. ভাবিলেন ৰোগী । কেন জন্ম-মরণের এই আবৰ্ত্তন । বহিল ধ্যানের স্রোতঃ বুঝিলেন যোগী ।