পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ। ১৬২৯ ' করিলেন বুদ্ধদেব আনন্দে গ্রহণ ; লভিলেন তৃপ্তি করি ক্ষুধা নিবারণ। দিন যায়, রাত্রি যায়। বসিয়া একাকী ভারায়ণ তরু-তলে ভাবিলেন মনে== "এরূপ নির্জনবাস যোগ্য কি আমার ? পাইয়াছি যেই ধৰ্ম্ম দুৰ্ব্বোধ গম্ভীর, কে বুঝিবে এই ধৰ্ম্ম, কবিবে গ্রহণ ? আমার নির্বাণধৰ্ম্ম,—তৃষ্ণার বিরোধ, শ্রুতি-স্মৃতি-বিপরীত,—এই আর্যভূমে শ্রুতিতে প্লাবিত, কামাকৰ্ম্মে প্রণোদিত, কে শুনিবে, কে বুঝিবে, কবিবে গ্রহণ ? না বুঝে, অবজ্ঞা ঘোর করিবে নিশ্চয় ! শ্রীতিজাত কামনার স্রোতে খরতর ' ভাসিছে ভারতভূমি ; করিয়া কামনা স্বৰ্গভোগ, সুখভোগ, রাজ্য, ধন, যশ:, করে যাগ যজ্ঞ নয় ; তারা কি কখন করিবে কঠোর যজ্ঞ কামনা-নিরোধ ? বুঝিবে কি কামনার নিৰ্ব্বাণই মুখ ? অসম্ভব, অসম্ভব। নিশ্চয় আমার উচিত নির্জনবস। নিৰ্ব্বণের সুখে করিব নির্জনে এই দেহের নিৰ্ব্বাণ ।” দেখিলেন বুদ্ধদেব বহিতেছে বেগে করাল কালের স্রোতঃ অনন্ত অসীম। অনন্ত অসংখ্য জীব ডুবিয়া ভাসিয়া, ভাসিয়া ডুবিয়া পুনঃ, শত শত বার, . সহিয়া অশেষ দুঃখ জৱ-ৰাধি-করে,