পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । ১৬৩৫ , দেবালয়, বিদ্যালয়, শতসংখ্যাতীত শোভিতেছে স্থানে স্থানে। যোগী শত শত, ( , সন্ন্যাসী, বিপ্ৰ, আছে নিমজ্জিত অধ্যয়নে, কিংবা নানা শাস্ত্র আলাপনে। ঢাক, ঢোল, কাংস্ত, ঘণ্টা, করতাল রবে পরিপূর্ণ কাশীধাম, লোক-কোলাহলে। সোপান, সৈকত, জল, স্থল, রাজপথ আচ্ছন্ন মানবে, নানা, বাসে বিক্ষিত্রিত । সোপানে, সৈকতে, জলে বক্ষ নিমজ্জিত, কত কণ্ঠে, কত স্তোত্র হইতেছে গীত কত নরনারী-কণ্ঠে ; মস্থরে বহিয়া যাইছেন শগীরথী বহি পুষ্পভার, অগুরুচন্দন পুষ্পগন্ধে সুবাসিত । ধৰ্ম্মকোলাহলে পূর্ণ বারাণসীধামে বুদ্ধ করিলেন স্থির করিতে প্রচার নবধৰ্ম্ম ভেরী-রবে, ছন্দুভি-নির্ঘোষে। ভ্ৰমিতে ভ্ৰমিতে দেব আসি মুগদায়ে দেখিলেন পলাতক শিষ্য পঞ্চজন। দেখি দূরে ঋহে তারা—“ব্ৰত ভঙ্গ করি আসে শাক্য, হুইয়াছে তপস্ত নিষ্ফল ” আসিলে নিকটে বুদ্ধ, মহিমা-মণ্ডিত দেখি সেই শান্ত মূৰ্ত্তি, করুণ নয়ন জ্ঞানদীপ্ত, নিরথিয়া কহি এক স্বরে*গুরুদেব গুরুদেব।" হইল প্ৰশত । ধীরে ধীরে সন্ধ্যাদেবী ধূসর ধোগিনী, ধূসর কুন্তল বাল, ধীরে নিশীঘিনী ।