পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆలు নবীনচন্দ্রের গ্রন্থাবলী। উপাসিক কুলনায়ী, নীলমণিময় পুষ্পপাৱে মনোহর শ্বেতপূস্পনিভ লইয়। নক্ষত্ররাশি, অনন্তরূপিণী আসিলেন মহাতীর্থে। ধীরে আরতির কোলাহল নীরবিল, হইল নীরব চরাচর, কাশীধাম স্বষুপ্ত নীবৰ । দ্বিতীয় প্রহর নিশি ; নক্ষত্র-খচিত অনন্ত গগনউলে বসি যোগাসনে চাহিয়া অনস্ত নৈশ গগনের পানে কহিলেন বুদ্ধদেব—“আয়ুষ্মনগণ । কবিও না তর্কজালে বিক্ষিপ্ত আমায় । কি চাহ ভোমরা ? চাহ হিত ? চাহ মুখ ? দুঃখের নিৰ্ব্বাণ ? কাল করিও না ক্ষয় । হইয়াছি বৃদ্ধ আমি ; পাষ্টয়াছি আমি নির্বাণের মহাবুদ্ধি ; পেয়েছি নিৰ্ব্বাণ । আইস তোমরা বৎস! করিব প্রদান সে অমৃত, সেই ধৰ্ম্মে করিব দীক্ষিত । cडाभव इहेब दूक ; छदा जत्रा श्रांद्र হইবে না ; ব্রহ্মচৰ্য্য পূর্ণ তোমাদের।” করষোড়ে পঞ্চশিষ্য বসি পদতলে শুনিল সে ধৰ্ম্ম-চক্র ; হুইল দীক্ষিত নবধৰ্ম্মচক্ৰে নিশি হইল প্রভাত । cम निन ट्रॅटङ *ष्ठ थऊ मद्रमांद्रौ পবিত্ৰ নিৰ্ব্বণ-ধৰ্ম্মে হইল দীক্ষিত,— পণ্ডিত, নিধন, ধনী, মূখ, গৃহী, যোগী, শুনি মনোমুখকর উপদেশ-গাথা। "