পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ8* নবীনচন্দ্রের গ্রন্থাবলী। দীন ভিক্ষাব্যবসায়ী পূৰ্ব্ব বুদ্ধদের বংশে ৰোগবলে জন্ম আমি লভেছি আবার । জুল্লভ পৈতৃক ধন পাইয়াছি আমি যাহা, . আনিয়াছি প্রতিভরে দিতে উপহার ” প্রসারিত ভিক্ষাপাত্ৰ নৃপতি লইয়া করে, । চলিলেন অন্তঃপুরে লইয়া কুমার { নবীন সন্ন্যাসী ধীরে আসিছেন অন্তঃপুরে,— কহিলেন প্রজাবতী শোকে উক্ষুসিপ্ত,— “হায় ! নৃপতির করে এইরূপে ভিক্ষাপাত্র দিলেন বিধাত ”—রাণী হইলা মূৰ্ছিত । বসি বুদ্ধ ধরাতলে, অঙ্কেতে মূৰ্ছিত মাতা, ডাকিলেন “মা ! মা !" বলি কণ্ঠে করুণার । মায়ের ভাঙ্গিল মূৰ্ছ, ধীরে মেলিলেন আ থি, কহিলেন স্বপ্নে যেন—“হৃদয়ে আমার কে ঢালিল এই স্বধী, কে ডাকিল মা মা বলি আমার সিদ্ধার্থ মত, এ ছল কাহার ? সাত বৰ্ষ, সাত যুগ্ন, যেই তীম দাবানল । জ্বলিছে আমার এই বুকে অনির্বাণ, তাহাতে অমৃত-বারি কে ঢালিল মা মা বলি, আসিল কি পুত্র মোর জুড়াইতে প্ৰাণ ? এ ষে সিদ্ধার্থের কণ্ঠ, এ যে সিদ্ধার্থের মুখ, সিদ্ধার্থের স্নেহত্তর যুগল নয়ন, যশোদা হুঃখিনী আমি, কে চিনিতে পারে আর সেই চোক সেই মুখ আমার মতন ? কে তুমি কহ না, দেব ; আমার পুত্রের রূপ ধরিয়া আসিলে তুমি ছলিঙে আমায়ু ।