পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র \. . ده داد হইল বিলম্ব কিছু ছিলাম ব্যাপৃত নানা কর্য্যে, অসম্পূর্ণ এসেছি রাখিয়, কেবল দেখিতে তোরে, লইতে রে বুকে কোমল মুখানি তোর ; জুড়া’তে জীবন,— সুরকাজধুমরীচিকা,—তোর স্নেহাসারে । না দেখি অমরে তোর যত কাদে প্রাণ, . কঁদে মম ততোধিক ; সংসার-মরুতে একমাত্র তুই মধুস্নেহ-মন্দাকিনী " আবার আবার স্নেহে চুম্বিগ্ন বদন, স্নাত ফুল্ল নীলোৎপল, জিজ্ঞাসিলা ধীরে— “কেমন আছিলি কহ ।” উত্তরিল হাসি দ্বীপ্লে অধোমুখী বামা—“আছিলাম,—আছি আশ্রিত পাদপ-চ্যুত লতিকার মত। ঝটিকায় ভূপতিত দেহ লতিকার, ' পদঘীতে বিদলিত ; মরে না তথাপি, মেহের বেষ্টনে বাধা লতিকার মূল .পাদপের পদমূলে আছে নিরবধি । “নরাধম! ত্বরাচার ”—লৌহ দৃঢ়তম আঘাতিল শিলা দৃঢ় । অগ্নির স্ফ লিঙ্গ টুটিল বামুকিচক্ষে। পাপী । নরাধম – ' ধৰ্ম্ম-ব্যবসায়ী, জ্ঞানী, সুসভ্য ইহার ! আমরা অনার্য্যগণ অসভ্য বৰ্ব্বত্ব । ভ্রাতা ও ভগিনী" ; -চাহি আকাশের পানে, ভগিনীকে লয়ে বুকে কহিল কাউরে,— R৩ভাগ্য জুই জন ! না জানি এমন