পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমিতাভ । ১৬৪৫ দেখিলেন বুদ্ধদেব গোপার যোগিনী-বেশ, ' শিরে জটাভার, অঙ্গে গৈরিক বসন । সিংহাসনে পুষ্পাবৃত বসন ভূষণ তীর ; • পবিত্র সন্ন্যাসক্ষেত্র বিলাস-ভবন । নীরব নিম্পন্দ স্থির বুদ্ধদেব, শিষ্যদ্বয় ; “ নীরব নিম্পন্দ গোপা ধরি পদমূল,— দিবার প্রতিম যেন দিবাকর-পদতলে ; অষ্টম বর্ষীয় শিশু নীরব রাহুল’ । গোপ দেখিলেন যেন নবীন সন্ন্যাসী ধীরে পশিলেন অন্ধকার হৃদয়ে তাহার, নিবিড় তিমিরাচ্ছন্ন যেন ভগ্ন দেবালয়ে পীরে ধীরে চন্দ্রকর হইল সঞ্চর । ষেই রাজপুত্ৰ-মূৰ্ত্তি ছিল হৃদে অধিষ্ঠিত, হইল মোহন মূৰ্ত্তি ধীরে অন্তৰ্হিত । সন্ন্যাসীতে রূপাস্তর হইয়া সে মূৰ্ত্তি ধীরে, হৃদয়ের পদ্মাসনে হইল স্থাপিত । কিন্তু ওই শান্ত স্থির অমিতাভ দেবরূপ, ওই নর-নারায়ণ, পতি কি গোপার । জগতের পতি তিনি, ছুইতে র্তাহার পদ, মানবী গোপার কিবা আছে অধিকার । বুঝি তার পরশনে হইতেছে কলুষিত সে পবিত্র পদাৰুজ,-উঠিলা শিহরি । মনে করিলেন স্থির লইবেন অধিকার, । লভিবেন ভবার্ণবে সেই পদভী । সোণার পুতুল শিশু নীরর নিম্পন্দ স্থির , ৰিষ্ময়ের ক্ষুদ্র মূৰ্ত্তি রয়েছে চাহিয়া,